পিরোজপুরে বিক্রির সময় পিকআপ ভর্তি সরকারি বই জব্দ করলো জনতা

নিজেস্ব প্রতিবেদক | ২০:২৪, এপ্রিল ২২ ২০২৫ মিনিট

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি বই বিক্রির করার সময় জনতার হাতে জব্দ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পশ্চিম বালিপাড়া নুরিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় নুরিয়া মাদ্রাসার সামনে মাদারীপুর থেকে একটি পিকআপ ভ্যান ১৪ মণ সরকারি বই ১৬ টাকা কেজি ধরে ক্রয় করে গাড়িতে লোড করার সময় স্থানীয় জনতা পিকআপসহ বইগুলো আটক করেন। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে গাড়িতে থাকা বইগুলো নামিয়ে রাখা হয়। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী জানান, ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমে মাদ্রাসার জমির খাজনার টাকা পরিশোধ করার জন্য মাদ্রাসার ফান্ড না থাকায় বই বিক্রি করেছি। উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়ের কাছে বই বিক্রির বিষয়টি জানালে তিনি রেজুলেশন করে বিক্রির সিদ্ধান্ত দেন এবং তার সাথে দেখা করতে বলেন। স্থানীয় মোশারেফ গাজী জানান, সকালে মাদ্রাসার সামনে বই ভর্তি একটি পিকআপ দেখলে স্থানীয় লোকজনকে ডাকা হয়। বিভিন্ন বছরের অবিতরণকৃত বইগুলো গাড়িতে ভর্তি দেখা যায়। তখন সুপারের কাছে জিজ্ঞাসা করলে সভাপতি বই বিক্রি করতে বলছেন বলে জানান। এছাড়াও সুপারের বিরুদ্ধে বিগত দিনেও এভাবেই বই বিক্রি করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, বই বিক্রি বিষয়ে আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। আমি এই বিষয়ে কিছুই জানি না।’