অসহায়-বুদ্ধিপ্রতিবন্ধী নারীর পাশে দাঁড়ালেন দুই আইনজীবী

নিজেস্ব প্রতিবেদক | ২০:২১, এপ্রিল ২২ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সখিনা বেগম (৪০) নামে অসহায় ও বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে বিনা ফিতে আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করলেন ঝালকাঠির দুইজন তরুণ আইনজীবী। ওই অসহায় নারীকে নলছিটি থানা পুলিশ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন। ওই নারীর পক্ষে তদ্বির করার জন্য কোন স্বজন না থাকায় অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত ও অ্যাডভোকেট ইমাম হোসেন স্ব-উদ্যোগে ওই নারীর পক্ষে আদালতে জামিন আবেদন করে তাকে জামিনে মুক্ত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে বরিশাল নগরীর পলাশপুর থেকে নলছিটি আসেন বুদ্ধিপ্রতিবন্ধী (মানসিক রোগী) সখিনা বেগম (৪০)। অস্বাভাবিক ও বেসামাল আচরণের কারণে ওই নারীকে চোর সন্দেহে উপজেলার টিঅ্যান্ডটি রোডের স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন।