নতুন করে করোনা শনাক্ত ১০৩৪, মৃত্যু ১১

দেশ জনপদ ডেস্ক | ১৫:৫৯, মে ১১ ২০২০ মিনিট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৯ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১  জন। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এঁদের পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী। মৃত্যুবরণকারীদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। মৃতদের ঢাকা বিভাগেরই আটজন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের  দুইজন এবং রংপুর বিভাগের একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৯০২ জন। ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ২৬৭টি। আর পরীক্ষা করা হয়েছে সাত হাজার ২০৮টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৩৪ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। শনাক্তের তালিকায় এখনো ঢাকা সিটিসহ ঢাকা বিভাগে সর্বোচ্চ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২৯ হাজার ৮৬৫টি।