মেহেন্দিগঞ্জে ড্রেজার আটকে চাঁদাদাবি ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক | ২১:০২, এপ্রিল ২১ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি ও ড্রেজার আটকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি সজিব । সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে মোঃ মাইদুল ইসলাম, মোঃ রিয়াদ,মেঃ বাবুল মাঝি, মোঃ মিরাজ জমাদ্দার, মোঃ বাবুল, মোঃ জসিম মোল্লা ও মোঃ বালু মনিরসহ অজ্ঞাত কয়েকজনার সঙ্গবদ্ধ দল আমার কাছে চাদা দাবি করে আসছে কিছুদিন যাবত। চাদা না দেয়ায় আমার উপরে হামলা চালিয়ে মারধর করে আমার ব্যাবসায়ীক ড্রেজার তারা জিম্মি করে।আমি দীর্ঘদিন যাবত ধুলিয়া মধ্যচর এলাকায় বালু কাটা ড্রেজার দিয়ে বিভিন্ন জায়গায় বালু দেই। গত কয়েক দিন যাবত অভিযুক্তরা আমার বালু কাটা ড্রেজার নেয়ার জন্য পায়তারা করে। অভিযুক্তরা আমাকে বলে ধুলিয়া মধ্যেচর এলাকায় বালু কাটার ড্রেজার চালাতে হলে আমি তাদেরকে বালুর ফুট প্রতি ০২ (দুই) টাকা করে দিতে হবে। আমি অভিযুক্তদের কথায় রাজি না হলে আসামীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় ১নং আসামী মোঃ মাইদুল ইসলাম আমার বাবহৃত মোবাইল ফোনে কল করে আমাকে বলে, দ্রুত বালুর ড্রেজারের কাছে আসো। আমি সরল বিশ্বাসে মোটরসাইকেল যোগে একই তারিখ মধ্যেচর এলাকার জনৈক জাফরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে সকল আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম হয়। একপর্যায় মোঃ মাইদুল ইসলামের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এছাড়া অন্যান্যরা আমাকে বেধরকভাবে শরীরের বিভিন্ন অংশে মারধর করলে আমি গুরুত্বর আহত হই। এসময় তারা আমার সাথে থাকা মোবাইল ও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমি মোটরসাইল যোগে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে ভর্তি হয়ে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করে। বর্তমানে আসামীরা একত্রিত হয়ে আমার বালু কাটার ড্রেজার চালিয়ে বিভিন্ন স্থানে বালু দিচ্ছে বলে জানতে পারি। মোঃ রিয়াজ সরদার আমাকে বলে তুই এখান থেকে ড্রেজার নিতে হলে ২ লক্ষ টাকা দিতে হবে। তা নাহলে আর ড্রেজার ফেরত পাবিনা। ভুক্তভোগী সজীবের উপর দুই দফায় হামলা ও ড্রেজার জব্দ করায় বর্তমানে তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সজিব।