নিজস্ব প্রতিবেদক : গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে বরিশালের আদালতে মামলা হয়েছে।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ মামলা করেন। বিচারক মুহা. রকিবুল ইসলাম অভিযোগ তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামি রাজিব হোসেন ঝালকাঠি সদর উপজেলার কান্ডারগাতি এলাকার বাসিন্দা। তিনি ঢাকার যাত্রীবাড়ী থানায় কর্মরত।
মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, এসআই রাজিব হোসেন ভোলার বোরহানউদ্দিন থানায় থাকার সময় গৃহবধূর সঙ্গে পরিচয়। গৃহবধূর দুটি সন্তান রয়েছে। তার সাবেক স্বামী প্রবাসী। ২০২৪ সালের ২২ এপ্রিল বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে ওই নারীকে ধর্ষণ করা হয়। সেদিন তার ভিডিও করা হয়। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এসআই গৃহবধূকে ভোলার বাসায় নিয়েও ধর্ষণ করেন।
এ ঘটনায় এসআই রাজীবের বিরুদ্ধে ভোলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। রাজীবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এখন ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আদালতে মামলা করেছেন গৃহবধূ।
এ বিষয়ে এসআই রাজীব বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হয়রানি করতে মামলা করা হয়েছে।’