দুমকীতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

নিজেস্ব প্রতিবেদক | ২২:১০, এপ্রিল ২০ ২০২৫ মিনিট

পটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

মনির উপজেলার শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের আলী হোসেন মীরার ছেলে।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে মনির নিহত পিয়ারার ঘরের পেছনের দরজা ভেঙে ঢোকেন। পরে ধর্ষণের পর হত্যা করেন। খবর পেয়ে ভোররাত সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ঘাতক মনিরকে আটক করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, মনির এলাকার ত্রাস। সে মাদক কারবারি ও নেশাগ্রস্ত।

দুমকী থানার এসআই সজিব হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মনিরকে গ্রেপ্তার করেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে দুমকী থানায় হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।