বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল
দেশ জনপদ ডেস্ক|২০:০৪, এপ্রিল ২০ ২০২৫ মিনিট
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় নেতা জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এই দাবিতে আগামী সোমবার (২১ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সকল ইউনিটকে ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। ছাত্রদল এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসা ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসী সংস্কৃতির ধারাবাহিকতা হিসেবে দেখছে।
তারা বলছে, এ ধরনের ঘটনার বিচার না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও স্বাধীন মত প্রকাশ আরও হুমকির মুখে পড়বে।