ভোলায় ধ্বংস করা হলো ২ লাখ ৯৯ হাজার ৯৮০টি ইয়াবা। যার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা। কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া এসব ইয়াবা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি কার্যালয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এবং ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির আহমেদ এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মো. সাব্বির আহমেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতসংলগ্ন ঝাউবন এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র্যাবের যৌথ অভিযানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।