ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষককে অব্যাহতি
নিজেস্ব প্রতিবেদক|২০:৫০, এপ্রিল ১৭ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসব ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৯ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঝালকাঠির রাজাপুর ও নলছিটি উপজেলায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
জানা যায়, রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজ, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং কানুদাসকাঠি ইসলামিয়া মাদরাসা কেন্দ্র থেকে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল গণিত পরীক্ষা চলাকালীন নকলের দায়ে ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।
একই ঘটনায় কেন্দ্রসচিব, হল সুপার ও সাত সহকারী শিক্ষকসহ মোট ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় ঝালকাঠি জেলার ৩১টি কেন্দ্রে মোট ১১ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও আজ পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ছিলেন ১৪১ জন।