বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় ব্যাটারিচালিত থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণের একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি ‘ভুয়া’ বলে দাবি করেছে সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে নোটিশটি নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের ফেসবুকে শেয়ার করতে থাকেন।
নোটিশে দেখা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তার সইয়ের বরাত দিয়ে ৫৪২ নম্বর স্মারকের একটি বিজ্ঞপ্তিতে শহরের অভ্যন্তরীণ ১৯টি রুটের ভাড়া উল্লেখ করা হয়েছে। এতে নগরীর জেলখানা থেকে লঞ্চঘাট পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে বেলস পার্ক পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচ টাকা, লঞ্চঘাট থেকে রূপাতলী ১০ টাকা, রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল ১০ টাকা ভাড়া উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
তবে ভাইরাল হওয়া গণবিজ্ঞপ্তিটি ‘ভুয়া’ বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।
তিনি বলেন, ‘নগরীতে চলাচলের হলুদ অটো বা সিএনজির ভাড়া নির্ধারণ বিষয়ে ছড়িয়ে পড়া গণবিজ্ঞপ্তিটি ভুয়া। এমন কোনো সিদ্ধান্ত সিটি করপোরেশন নেয়নি। নোটিশে প্রধান নির্বাহী কর্মকর্তার যে সই দেওয়া আছে সেটাও ভুয়া। কেউ হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব করেছেন।
জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল আরও বলেন, নোটিশটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন, লেখায় দুই ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে।