বরগুনায় বিএনপির নেতার বৈশাখী মেলার নামে চাঁদাবাজির ভিডিও ভাইরাল

দেশ জনপদ ডেস্ক | ২০:২৬, এপ্রিল ১৬ ২০২৫ মিনিট

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে বৈশাখী উৎসব ও হালখাতা উপলক্ষে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ওই নেতা প্রকাশ্যে মাইকিং করে জানিয়েছেন চাঁদাবাজির টাকা তিনি পুলিশকে দিয়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম মো. হাবিবুর রহমান খলিফা। তিনি ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ আগস্ট পরবর্তী সময়ে ডৌয়াতলা বাজার কমিটির স্ব-ঘোষিত সেক্রেটারি। জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ ধরে ২ বৈশাখ ডৌয়াতলা বাজারের ব্যবসায়ীরা হালখাতা ও নববর্ষ উৎসব পালন করে থাকেন। প্রতিবছর এ দিনে ডৌয়াতলা বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দোকানিদের কেনাবেচা চলে গভীর রাত পর্যন্ত। এ বিষয়ে স্থানীয় বাজারে কাচামাল ও সবজি বিক্রেতা মোঃ আলম মিয়া, শাহজাহান ও আইউব আলীরা জানান বাজার ব্যববসায়ী ছাড়া আমরা গরীব সাধারন কৃষক আমরা বৈশাখী মেলা কি বুঝি আমরা খুবই সকালে এসে বাজার মৌসুমী ফল ও সবজি বিক্রির জন্য গেলে বাজার কমিটির লোকজন সহ বিএনপি’র নেতা হাবিব খলিফা বৈশাখী মেলার কথা বলে ও পুলিশে কথা বলে ৩০০ টাকা নেয়। আমরা দিতে অস্বীকার করলে আমাদের বাজারে আসতে দিবে না ও মালামাল বিক্রি করতে দিবে না বলে হুমকি দিয়ে নেয়, আমরা নিরুপায় হয়ে তাদের ভয়ে চাঁদা দেই। এ বিষয়ে কাঁচামাল বিক্রেতা মাইন উদ্দিন অত্যন্ত করুন সুরে জানান, বাজার কমিটিসহ বিএনপি’র লোকদের চাঁদা না দিলে, আগামী হাটের দিনে আমাকে মালামাল বেচতে দেবে নানে, আমার গরীব মানুষ এই কাচামাল বেইচ্চা খাই, কোনমতে বেইচ্চা পোলাপান নিয়া সংসার চালাই। অভিযোগ উঠেছে, বাজার কমিটির সেক্রেটারি ও স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান খলিফার নেতৃত্বে হালখাতা উৎসবে ডৌয়াতলা বাজারে আসা ভাসমান বিক্রেতা ও স্থানীয় দোকানিদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে। ওই বিএনপি নেতাকে দোকান ভেদে সর্বনিম্ন একশ থেকে তিনশত টাকা দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীদের। এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার নিকাত আরা বলেন, এ বিষয়ে কোন ব্যক্তি আমার কাছে কোন অভিযোগ দাখিল করেনি। এ ঘটনা যদি ডৌয়াতলা বাজারে ঘটে থাকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।