বরিশালে পুলিশ পরিবারের উপর হা’ম’লা, প্রধান আসামি কারাগারে

এ.এ.এম হৃদয় | ১৮:৪৭, এপ্রিল ১৬ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-করাপুর পুলিশ পরিবারের উপর হামলা ঘটনার অভিযুক্ত প্রধান আসামি মোঃ সবুজ তালুকদার (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে রায়পাশা করাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ মোল্লার মসজিদ এলাকা থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। আটক মোঃ সবুজ তালুকদার ওই এলাকার মতিন তালুকদারের ছেলে। ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাজ্জাদ হোসেন নিরব সদস্য গত ২৯ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে আসেন। গত মার্চ দুপুর আড়াইটার দিকে তিনি ও তার মা ঈদুল ফিতরের কেনাকাটার উদ্দেশ্যে সোনামিয়ার পোল যাওয়ার পথে রায়পাশা স্কুল সংলগ্ন সড়কে সিকদার বাড়ির পোলের উপর অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লেহার রড, দেশিয় অস্ত্র চাপাতি, দা ও মোঃ সবুজ তালুকদার হাতে একটি বিদেশী পিস্তল নিয়ে তাদের উপর আক্রমন করেন। তখন তাদের হাত ও চোখ বেধে একটি বাগান বাড়িতে নিয়ে যায়। পরে চোখ খুলে দেওয়া হয়। এরপর অভিযুক্তরা মা ও ছেলেকে মারধর করে গলায় চাপাতি ধরে স্বর্ণের কানের দুল এবং একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন নিরবের দিকে বিদেশী পিস্তল তাক করে অভিযুক্তরা বলে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা টেবিলের উপর রেখে জোরপূর্বকভাবে খাওয়ানোর ও বলানোর চেষ্টা করে যে সেগুলো তার। নিরব তাদের প্রস্তাবে রাজি না হলে এক অভিযুক্ত তার মায়ের গায়ের কাপড় খোলার চেষ্টা করে তখন নিরব বাধ্য হয় তাদের কথা শুনতে বাধ্য হয়। তখন অভিযুক্তরা এমনভাবে মোবাইল ফোনে ছবি তোলে যাতে মনে হয় সেগুলো নিরবের। তাদের প্রায় তিন ঘন্টার হাত-পা বেধে টনাহেরচার করতে থাকে। এর পরে অভিযুক্তরা পাঁচ লক্ষ টাকা সন্ধ্যা ৬ টার মধ্যে তাদের দিতে হবে, না দিলে মা ও ছেলেকে ওখানেই মেরে মাটি চাপা দিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী রিনা বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাকি আসামী হলেন- আহম্মেদ হাওলাদারের ছেলে মোঃ খলিল হাওলাদার (৩৭), মতিন তালুকদারের ছেলে মোঃ হৃদয় তালুকদার (২৫)সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মো: জাকির সিকদার বলেন- সবুজ নামে এক আসামী আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।