বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী

এ.এ.এম হৃদয় | ২০:৫২, এপ্রিল ১৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। গতকাল রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আবু তাহের তালুকদারের ছেলে বাদশা তালুকদারের বাড়িতে রাজবাড়ি জেলার এক তরুণী অবস্থান নেন। বিয়ের নাটক সাজিয়ে শারিরীক সম্পর্কে অন্তঃসত্বা হয়ে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। তরুণী বাড়িতে অবস্থান নেওয়ার পর পরই বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক বাদশা তালুকদার। তবে বাদশা তালুকদারের মায়ের দাবি, তার ছেলেকে ফাঁসাতে স্থানীয় একটি মহল তরুণীকে বাড়িতে অবস্থানের জন্য পাঠিয়েছে। তরুণী জানান, তিনি ঢাকার আদাবর এলাকায় একটি বাসায় কাজ করতেন। একই বাসায় কাজ করতেন বাদশা তালুকদার। পরিচয় ও প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বাদশা তালুকদার ওই তরুণীকে ধর্ষণ করলে তাদের দুজনকে কাজ থেকে বের করে দেন ওই বাড়ির মালিক। পরে তরুণী আদাবর থানায় মামলা করতে গেলে বাদশা তড়িঘড়ি করে তরুণীকে বিয়ে করেন। কিন্তু ওই সময়ে বাদশা বিয়ের নিবন্ধন (কাবিন) না করে পরে নিবন্ধন করার আশ্বাস দেন তরুণীকে। পরে বাদশা ও তরুণী ঢাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। তরুণী আরও জানান, ‘গত ৩ এপ্রিল বাদশা তালুকদার ঢাকার বাসা ছেড়ে নিরুদ্দেশ হন। পরে মোবাইল ফোনে বিয়ের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু আমি প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। তাই বাধ্য হয়ে বিয়ে স্বীকৃতির দাবি নিয়ে রোববার সকালে বাদশার গ্রামের বাড়িতে অবস্থান নিয়েছি।’এব্যাপারে বাদশা মা জানান, রোববার সকালে এক তরুণী বাড়িতে উপস্থিত হয়ে বাদশার স্ত্রী দাবি করেন। কিন্তু তার কাছে কোনো কাগজপত্র নাই। বাদশা বিয়ের বিষয়ে বাড়িতে কিছুই জানায়নি। স্থানীয় গ্রাম পুলিশ মনির হোসেন জানান, বাদশা তালুকদারের বাড়িতে এক তরুণী বিয়ে স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান করছেন। তরুণী অবস্থানের সংবাদ পাওয়ার পরই বাদশা এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, তরুণীর দাবি বাদশা তালুকদার তাকে বিয়ে করেছেন। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।