মেয়রের অনুরোধ রাখল না ব্যবসায়ীরা

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৪, মে ১০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুরোধের পরেও দোকান পাট খুলেছে ব্যবসায়ীরা। নগরীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতেও দোকান খোলা দেখা গেছে। ব্যবসায়ী সমিতি চেষ্টা করেও দোকান বন্ধ রাখতে ব্যর্থ হয়েছে বলে দাবী করেছেন অনেকে।আজ ১০ মে রোববার সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান খোলার অনুমতি দেয়া হলেও করোনা ঝুঁকির কারণে বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ শনিবার ০৯ মে রাতে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন। এরপর তার অনুরোধে ব্যবসায়ী সমিতি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।তবে ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তের কর্নপাত করেনি দোকান মালিকরা। এতে করে স্বাভাবিক জীবন যাত্রাই অব্যাহত রয়েছে বরিশালে। নগরীর সদর রোড সহ কয়েকটি এলাকায় ব্যাপক ভীরও লক্ষ‌্য করা গেছে। যানজটও ছিলো চোখে পড়ার মত। এরকম চলতে থাকলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে বলে দাবী সচেতন মহলের। বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ জানান, ব্যবসায়ী নেতাদের অনুরোধ করা হয়েছে দোকান বন্ধ রাখার জন্য। তারা সেটা মেনেও নিয়েছে।