ভোলায় পিটিয়ে চোখ তুলে যুবককে পুলিশে দিল জনতা

এ.এ.এম হৃদয় | ১৭:৪৫, এপ্রিল ০৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে। হাসান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রতন মাঝির ছেলে। তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে আহত হাসান স্থানীয় হাসান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ওই সময় তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করে হাসান।এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন হাসানকে আটক করে ধোলাই দিয়ে চোখ উপড়ে ফেলে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি হাসান একজন বখাটে যুবক। সে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। এতে তাঁর প্রতি অতিষ্ঠ এলাকাবাসী। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও এসআই অসীম কুমার জানান, খবর পেয়ে তাঁরা ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত হাসান একজন বখাটে প্রকৃতির ছেলে বলেও জানান ওসি।