ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
আল-আমিন|১৬:৪৪, এপ্রিল ০৪ ২০২৫ মিনিট
ভোলার ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতভর ওই গ্রামের ভিন্ন ভিন্ন স্থানসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ইয়াবা এবং নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার কোস্টগার্ড দক্ষিণ জনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
কর্মকর্তা জানান, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এসব সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের কাছে প্রতিকার চেয়ে আর্জি জানিয়েছে। এর প্রেক্ষিতে কোস্টগার্ড ভেদুরিয়া এবং তার আশপাশ এলাকাসমূহে কোস্টগার্ড তৎপরতা বৃদ্ধি করে।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার কিছু পরে তাদের একটি বিশেষ টিম ভেদুরিয়া বাজারসহ আশপাশ স্থানসমূহে অবস্থান নেয়। রাত ২টার দিকে অস্ত্রধারীরা একে একে প্রকাশ্যে আসলে
মো. জাহাঙ্গীর, মো. মঞ্জু, মো. জিয়া, আব্দুল আব্বাস এবং মো. সেলিমসহ সকলকে গ্রেপ্তার করা হয়।
একই এলাকার বাসিন্দা এই ৫ অস্ত্রধারী এশাধিক মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে সম্প্রতি ভেদুরিয়া গ্রামে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ আছে।
লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ গ্রেপ্তারদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়েরপরর্তী তাদের পুলিশে হস্তান্তর করা হয়।