মারা গেছে অস্ট্রেলিয়ার সেই কোয়ালাটি

কামরুন নাহার | ০৪:৪৬, নভেম্বর ২৭ ২০১৯ মিনিট

অস্ট্রেলিয়ার দাবানল থেকে উদ্ধার হওয়ার পর বিশ্বজুড়ে মনোযোগ কাড়া কোয়ালাটি মারা গেছে। পুড়ে যাওয়া ক্ষত থেকে সেরে উঠতে ব্যর্থ হওয়ায় নিউ সাউথ ওয়েলসের পশু হাসপাতালে ক্যাঙ্গারুর মত থলিযুক্ত স্তন্যপায়ী ওই প্রাণীটির মৃত্যু হয়। তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বনাঞ্চল। গত সপ্তাহে টনি দোহার্তি নামের এক নারী গাড়িতে করে যাওয়ার সময় অগ্নিদগ্ধ প্রাণীটিকে দেখতে পান। জীবনের ঝুঁকি নিয়ে বিপন্ন কোয়ালাটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিশ্বের লাখ লাখ মানুষের মনোযোগ আকর্ষণ করে তা। পরে হাসপাতালে প্রাণীটিকে দেখতে গিয়ে নিজের নাতনির নামে কোয়ালাটির নাম রাখেন লুইস। চিকিৎসকেরা জানান, পুড়ে যাওয়া ক্ষত নিরাময় না হতে থাকায় কোয়ালাটির থলি ফেলে দেওয়া হয়। তবে তা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে। সেপ্টেম্বরে শুরু হওয়া অস্ট্রেলিয়ার দাবানলে এখন পর্যন্ত ছয় জন মানুষ প্রাণ হারিয়েছে। পুড়ে গেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি।আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের প্রায় ১৩০০ কর্মী। প্রাণী বিশেষজ্ঞদের আশঙ্কা, নিউ সাউথ ওয়েলসের দাবানলে এ পর্যন্ত অন্তত ৩৫০ কোয়ালার মৃত্যু হয়েছে।