গৌরনদীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই, আহত-১

এ.এ.এম হৃদয় | ১৯:৫০, মার্চ ২৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের  গৌরনদীতে  অক্সিজেন  সিলিন্ডার বিস্ফোরণে এক জন আহত ও আধাপাকা বসতঘর  পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সোমবার সন্ধা ৬টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওরা  ৭নম্বর ওয়ার্ডের   মোঃ হানিফ বেপারির  বাড়িতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটে।  এতে তার স্ত্রী রানু বেগম (৫৫)আহত হন,এবং বিস্ফোরনের ভয়াবহ আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
গাছ ব্যাবসায়ি মোঃ হানিফ বেপারির ছেলে রিমন হাসান সরফরাজ জানান সোমবার ইফতারের সময়ে পাশবর্তি বাড়িতে ইফতারের দাওয়াতে তার মা ব্যাতিত  পরিবারের সবাই অংশগ্রহন করেছিলেন,তার মা ছিলো ঘরের পিছনের বারান্দায়  হঠাৎ বিকট শব্দে এলাকা কেপে ওঠে, মহুর্তের মধ্যেই বিস্ফোরনে তাদের বসত ঘর ভেঙ্গেচুরে তছনছ হয়ে যায়,এবং আগুন লেগে যায়।
পরে আগুন ছড়িয়ে পড়লে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন,বিস্ফোরনে তিব্রতা এতো ভয়াবহ ছিলো যে, পাশবর্তি ঘর এবং গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে,তিনি বলেন  বর্তমানে তাদের ঘরে  খাওয়ার মত এক চিমটি লবণ নেই, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে তাদের পরিবার।
গৌরনদী  ফায়ার সার্ভিস স্টেশন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক আবু আব্দুল্লাহ খান বলেন,  বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।