নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায় রবিবার বেলা সোয়া এগারোটার দিকে ঢাকাগামী বেপরোয়াগতির লাবিবা পরিবহনের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
নিহত মজিবর গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। এ ঘটনায় ব্যাটারীচালিত ভ্যানের চালকসহ আরও দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন।