পিরোজপুরে ‘পটকা মাছ খেয়ে’ শিশুর মৃত্যু, একই পরিবারের চারজন হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক | ১৯:৩৪, মার্চ ১৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়ে হাসপাতালে আছেন একই পরিবারের চারজন। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি মো. সুলাইমান জানান। নিহত ফাতেমা আক্তার (৫) ওই গ্রামের হানিফ সরদারের মেয়ের দিকের নাতনি। এ ঘটনায় আহতরা হলেন, ওই গ্রামের শিশুটির মা সাবিনা আক্তার (২০), খালা সীমা (১৮) ও সুমনা (১৩) নানি আকলিমা আক্তার (৫৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর নানা হানিফ সরদার বলেন, তিনি অন্য মাছের সঙ্গে নদী থেকে পটকা মাছও ধরে আনেন। রাতে রান্না করা পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী, তিন মেয়ে ও নাতনি। তাদের পেটে ব্যথা থেকে বমি ও খিচুনি শুরু হয়। পরে তিনি সবাইকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পাঁচজনকে হাসপাতালে আসা হয়। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। স্বজনরা জানান, তারা রাতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুব্রত কর্মকার।