নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধ, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। দাবিতে বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোট জেলার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ হয়। এর আগে, নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কমানোর দাবিও জানান বক্তারা।
বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক শাহ আজিজুল রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা আমিনুল ইসলাম খোকন, সদস্য বীরেন রায় প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা হরহামেশাই ঘটছে। পত্রিকার পাতায় প্রতিদিনই হত্যা, ধর্ষণ, ডাকাতি এমন সংবাদ প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এবং নারীবিদ্বেষী কর্মকাণ্ড বাড়ছে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এসব নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। একদিকে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে, আবার বিভিন্ন সভাসহ ধর্মীয় অনুষ্ঠানে নারী বিদ্বেষী বক্তব্য প্রচার করা হচ্ছে। ঘরে বাইরে নারী নির্যাতন করা হচ্ছে। নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই সরকার তার যোগ্যতা হারাবে। তাই অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বক্তারা অতিদ্রুত বাজারের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে আহ্বান জানান।