বরগুনায় গুলি থেকে রক্ষা পাওয়া পাখিটি কেটে মাংস ভাগাভাগি
দেশ জনপদ ডেস্ক|২১:০৪, মার্চ ১০ ২০২৫ মিনিট
একটি আহত প্রাণির পরিণতি কতোটা খারাপ হতো পারে তা করে দেখালো বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের কিছু মানুষ। বিলুপ্ত প্রায় একটি মদনটাক পাখি শিকারির গুলিতে আহত হয়ে আশ্রয় নিতে এসে বসেছিল একটি ফসলের মাঠে। খবরটি কানে যায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, পরিবেশ কর্মী ও বনবিভাগের কানে। কিন্তু ওই পরিবেশ কর্মীরা আসার আগে ইউপি সদস্যর নেতৃত্বে আরও কিছু মানুষ ডানায় গুলিবিদ্ধ আহত পাখিটি কেটে মাংস ভাগাভাগি করে উল্লাস করেন।
সোমবার (১০ মার্চ) সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া হাই স্কুল সড়ক (কানার বাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পাখিটি কাটার নেতৃত্ব দেন ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ওই এলাকার বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফা। ঘটনাটি পাঁচ কান হতেই তারা সবাই গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাদের মোবাইল ফোনও।
ঘটনাস্থল থেকে বন বিভাগের কর্মকর্তারা জানান, সকালে তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে একটি ফসলি মাঠের পাশে কিছু শিশু খেলছিলো। এসময় ডানায় গুলিবিদ্ধ অবস্থায় মদনটাক পাখিটি আহত হয়ে আশ্রয় নেওয়ার জন্য নদীর পাড়ে বসে। শিশুরা আব্বাস মিয়াকে জানালে সে ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মনির খলিফাকে সাথে নিয়ে পাখিটিকে ধরে নিয়ে জবাই করে। এসময় এলাকার লোকজন জড়ো হলে তারা মাংস ভাগাভাগি করে উল্লাস করে।
বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান একাত্তরকে বলেন, মদনটাক পাখিটি গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে আশ্রয় নিতে গিয়ে গ্রামবাসীর হাতে প্রাণ হারালো। সবার সামনে একটি আহত পাখি জবাই করে উল্লাস করা হয়। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এই জঘন্য কাজ সংঘটিত হয়েছে। এই দায় সবার।
এদিকে এই ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য সাইফুল ইসলামসহ অন্যরা। মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যাচ্ছে।
বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান ঘটনাস্থলে গিয়ে একাত্তরকে জানান, সড়ক পথ ভাঙা থাকায় আমাদের পৌঁছাতে সময় লেগেছে। তবে আমরা পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে হত্যা করে মাংস ভাগ করে নিয়েছে এলাকার লোকজন। আমরা তথ্য সংগ্রহ করছি, পাশাপাশি আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।