ভোলায় দুই সাংবা‌দি‌কের ওপর হামলা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩

নিজেস্ব প্রতিবেদক | ২২:৪২, মার্চ ০৮ ২০২৫ মিনিট

ভোলায় তথ‌্য সংগ্রহ কর‌তে গি‌য়ে দুই সাংবা‌দি‌কের ওপর হামলার ঘটনায় তিনজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-৮ এর সদস‌্যরা। শুক্রবার (৭ মার্চ) মধ্য রা‌তে ভোলার চর ছিপলী ও পৌর চর‌নোয়াবাদ এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হ‌লো- ভোলার সদর উপ‌জেলার চর ছিপলী গ্রা‌মের কা‌লিমুল্লাহ, হা‌বিবুল্লাহ খোকন এবং ভোলার পৌরসভার ২ নম্বর ওয়া‌র্ডের গ‌াজীপুর রোড এলাকার মো. শা‌কিল। শ‌নিবার সকালে র‌্যাব-৮ এর ভোলা ক‌্যা‌ম্পের কমান্ডার লে. ‌মো. শা‌হ‌রিয়ার রিফাত অভি জানান, শুক্রবার গভীর রাতে অভিযান চা‌লি‌য়ে ওই তিনজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে চর ছিপলী এলাকা থে‌কে কা‌লিমুল্লাহ ও হা‌বিবুল্লাহ খোকন এবং পৌর চর‌নোয়াবাদ এলাকা থে‌কে মো. শা‌কিল‌কে গ্রেপ্তার করা হ‌য়। তাদের ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তিনি জানান, কালীমুল্লাহ, হাবিবুল্লাহ খোকনের সা‌থে তা‌দের আরেক ভাই অলিউল্লাহর টাকা-পয়সা ও ব‌্যবসা প্রতিষ্ঠান নি‌য়ে দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। প‌রে অ‌লিউল্লাহ খাল পাড়া‌রের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে তালা ঝু‌লি‌য়ে দেন। এ ঘটনার প‌রি‌পে‌ক্ষি‌তে গত ৪ মার্চ সকালের দি‌কে ভোলার শহ‌রের শিশ মহল সংলগ্ন খালপাড় এলাকায় কা‌লিমুল্লাহ ও হা‌বিবুল্লাহ খোকনসহ তা‌দের দলবল হৈইচৈই ক‌রে তা‌দের পা‌রিবা‌রিক এক‌টি দোকানের তালা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ করার সময় তথ‌্য সংগ্রহ কর‌তে গে‌লে দৈ‌নিক ভোলা টাইমস এর প্রধান সম্পাদক মো. আলী জিন্নাহ রাজীব ও এক‌টি অনলাইন প‌ত্রিকার সাংবা‌দিক বিজয় বাইনের ওপর তারা হামলা চা‌লি‌য়ে আহত ক‌রেন। প‌রে ওইদিনই ভোলা ম‌ডেল থানায় স‌াংবা‌দিক বিজয় বাইন ৪ জনের নাম উল্লেখ‌সহ অজ্ঞাত ২০‌ থে‌কে ২৫ জ‌নের না‌মে মামলা ক‌রেন।