ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলা, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

আল-আমিন | ১৯:১২, মার্চ ০৭ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত মঙ্গলবার সকালে ভোলা জেলা শহরের শীশমহল গলি সংলগ্ন খালপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অতিদ্রুত হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, জেলা শহরের খালপাড় এলাকার ব্যবসায়ী মো. কালিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকনের সাথে তাদের আরেক ভাই মো.অলিউল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার পরিপেক্ষিতে অলিউল্লাহ খালপাড়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। পরে গত মঙ্গলবার সকালে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকন একদল সন্ত্রাসী নিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা ও মালামাল লুট করার চেষ্টা করেন। এসময় ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মো.আলী জিন্নাহ রাজিব ও আরেকটি নিউজ পোর্টালের সাংবাদিক বিজয় বাইন এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নেওয়ার সময় তাদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালান কালিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকন ও কামালসহ অন্যান্য সন্ত্রাসীরা। তাদের হামলায় গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, হামলার শিকার আহত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অতিদ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. ইউনুচ শরীফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক আলামিন শাহরিয়ার, জিটিভি ও যুগান্তরের সাংবাদিক এম হেলাল উদ্দিন, দৈনিক রুপালী বাংলাদেশের সাংবাদিক শিমুল চৌধুরী, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ, চ্যালেন ২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপুসহ অনেকে।