দুমকিতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৪, মার্চ ০৫ ২০২৫ মিনিট

পটুয়াখালীর দুমকীতে জুয়েল হাওলাদার নামে এক যুবককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন আখি আক্তার নামে দুই সন্তানের জননী। অভিযুক্ত যুবক স্থানীয় আলমগীর হাওলাদারের পুত্র। বুধবার (৫ মার্চ) সকাল থেকে দুমকীর এম কেরামত আলী স্কুল সংলগ্ন জুয়েল এর বাড়ীতে অনশনে আছেন ওই তরুণী। এসময় তিনি অভিযোগ করে বলেন, স্বামী বিদেশ থাকার সুযোগে যুবক জুয়েল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তারা দুমকিতে একটি বাসায় এক সাথে থাকতেন। বিষয়টি জানাজানি হলে যুবকের কথা মত ঢাকা ও পটুয়াখালীতে বাসা নিয়ে থাকতেন তারা। তবে বর্তমানে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় অনশনে বসতে বাধ্য হয়েছেন তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।