হিজলায় ডাকাতির মামলার আসামী আটক

এ.এ.এম হৃদয় | ১৯:৫৯, মার্চ ০৪ ২০২৫ মিনিট

বরিশালের হিজলা উপজেলায় ডাকাতি মামলার ২ আসামী আটক করা হয়েছে।আটককৃত ডাকাতরা হলেন উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া এলাকার মৃত চুন্নু ডাক্তারের ছেলে মোঃ কামাল হোসেন(৩০) ও সামছুউদ্দিনের ছেলে ইদ্রিস ওরফে ইদ্রিস দেওয়ান(৪০) সোমবার রাতে ডেভিল হ্যান্ট অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের এস আই আরাফাত রহমান হাসান,এ এস আই ইয়ামিন,মারুফ সহ একটি চৌকস টিম নিজ বাড়ির থেকে এ দুইজন ডাকাত কে আটক করা হয়। জানাযায় ২০২২ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একটি ডাকাতি মামলা হয়।সে মামলায় কামাল ও ইদ্রিস আসামী হয়। স্থানীয় একাধিক সুত্রে জানাযায় আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ইদ্রিস দেওয়ানের নিয়ন্ত্রনে বিভিন্ন মাছঘাট ছিল।এলাকায় গরু চুরির সিন্ডিকেটের সাথে জড়িত ছিল বলে জানান। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান কামাল ও ইদ্রিসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছিল।তাই তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তিনি আরো বলেন ডেভিল হ্যান্ট অভিযানে কৃষকদলের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টুকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।