বরিশালে পিকনিকের টিকিট জালিয়াতিকে কেন্দ্র করে ৪ জনকে পিটিয়ে আহত

দেশ জনপদ ডেস্ক | ২১:৩৭, ফেব্রুয়ারি ২৭ ২০২৫ মিনিট

নিজেস্ব প্রতিবেদক : বরিশালে পিকনিকের টিকিট জালিয়াতিকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব পাংশা অমৃত নগরে অমৃত ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, মোঃ কবির হোসেন, মাহবুব হোসেন, মিরাজ হোসেন, দিনা আক্তার। আহত কবির হোসেন বলেন- আমার বিরুদ্ধে পিকনিকের টিকিট জালিয়াতি অভিযোগ করেন জুম্মান। বিষয়টি শুনে আমি জুম্মানকে জিজ্ঞাসা করলে পাশে থাকা রাজ্জাক ও তার বাবা নাসির হাওলাদার জুম্মানের পক্ষ নিয়ে আমার উপর দোষ চাপিয়ে হামলা চালায়। এতে আমিসহ আমার পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুত্ব জখম করে। এবিষয়ে অভিযুক্ত আঃ রাজ্জাককে একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি। এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিস-ইন্সর্চাজ জাকির সিকদার বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।’