মোহাম্মদপুরে ‘মাউরা গ্রুপ’র প্রধান সোহেল ও তার সহযোগী গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকার কিশোর গ্যাং লিডার ও ‘মাউরা গ্রুপ’র প্রধান মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) এবং তার সহযোগী মো. আলাল হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব-২ এর অভিযানিক দল। এরপর অভিযানে মো. সোহেল ও তার সহযোগী আলাল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি ছুরি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসিফ তপু জানান, মাউরা সোহেল মাউরা গ্রুপের প্রধান এবং তার গ্রুপের সদস্য সংখ্যা ২০-২৫ জন। তার নেতৃত্বে আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়, যারা চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সোহেলের বিরুদ্ধে রাজধানী আদাবর থানায় একাধিক দস্যুতার মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-২ এর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য ও উপাত্তের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।