বরিশালে মোবাইল চুরির অপবাদে শিশুসহ ৩ জনকে পিটিয়ে জখম করলেন আ.লীগ নেতা
এ.এ.এম হৃদয়|২০:২৯, ফেব্রুয়ারি ২২ ২০২৫ মিনিট
বরিশাল জেলার উজিরপুর শোলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে শিশুসহ ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন- ওই গ্রামের শরিফুল ইসলাম সিকদার, সাকিব সিকদার ও মারুফ সরদার।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়- বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শোলক তেঁতুলতলা দিঘিরপাড় সিকদার বাড়ির সামনে ওয়াজ মাহফিলের জন্য টাকা তুলতে গেলে সেখানে উত্তর শোলক গ্রামের শরিফুল ইসলাম সিকদার, সাকিব সিকদার ও মারুফ সরদারকে ওই এলাকার আওয়ামী লীগ নেতা মোঃ শাজাহান সরদার, ইউনুস হাওলাদার, ইসমাইল হাওলাদার, এনামুল ও মতি সরদার মিলে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এরমধ্যে সাকিব সিকদার (১৫) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।
হামলার ঘটনায় লিপি বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হামলাকারীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বিষয়টি নিয়ে এলাকায় মিমাংসার চেষ্টা চলছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার ও এলাকাবাসী।