ঝালকাঠিতে ভোটার হতে আসা গ্রেপ্তার হওয়া সেই রোহিঙ্গা যুবকের জামিন
এ.এ.এম হৃদয়|২০:৩৩, ফেব্রুয়ারি ১৮ ২০২৫ মিনিট
প্রায় দেড় বছর পর ঝালকাঠির কারাগার থেকে মুক্তি পেয়েছেন নলছিটিতে ভোটার নিবন্ধিত হতে এসে গ্রেফতার হওয়া নুরুল ইসলাম (২৪) নামে সেই রোহিঙ্গা যুবক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবেল শেখ নুরুল ইসলামের জামিনে মুক্তির আদেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ওই যুবকের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান।
জানা গেছে ওই যুবক ২০১৯ সালে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর ঝালকাঠির নলছিটিতে এক দালালের মাধ্যমে নকল কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধিত হওয়ার চেষ্টা করেন।
পরে তার কথার ধরণ দেখে সন্দেহ হওয়ায় তার কাগজপত্র যাচাইবাছাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হাজতে পাঠায়। ঝালকাঠি কারাগারের জেলার লিপি রানী সাহা বলেন,জামিনের আদেশে তার স্বজন ও নিযুক্ত আইনজীবীর উপস্থিতিতে ওই যুবককে মুক্তি দেওয়া হয়েছে ।