নিজস্ব প্রতিবেদক : বরিশালে তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হবে বুধবার। এ দিন জোহরের নামাজের পর চরমোনাই মাদরাসা মাঠে মাহফিলের উদ্বোধন করবেন চরমোনাই পির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মাহফিল সম্পন্নে ২০০ একরেরও বেশি জায়গা নিয়ে পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া ১০০ শয্যা চরমোনাই মাহফিল হাসপাতাল চালু করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ মাহফিল শেষ হবে। সুষ্ঠুভাবে সম্পন্নে ইতোমধ্যে নিজস্ব নিরাপত্তা বাহিনী প্রস্তুত করেছে মাহফিল কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার দুপুরে চরমোনাইর পির মুসল্লিদের চিকিৎসা সহায়তার জন্য ১০০ শয্যার সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ হাসপাতালের উদ্বোধন করেছেন।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা সড়ক ও নৌপথে মাহফিল মাঠে জড়ো হয়েছে। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামী রাজনৈতিক ব্যক্তিরা মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।
মাহফিলের ২য় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। মাহফিলের ৩য় দিনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতৃবৃন্দ রাখবেন।
চরমোনাই মাহফিল মূলত আত্মশুদ্ধির একটি কার্যক্রম। যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক শিক্ষাকেই প্রাধান্য দেওয়া হয়। একইসঙ্গে সামাজিক ও রাজনৈতিকভাবেও চরমোনাই মাহফিল গুরুত্বপূর্ণ।
সুষ্ঠুভাবে সম্পন্নে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেছে মাহফিল কর্তৃপক্ষ।