আওয়ামী সন্ত্রাসী কর্তৃক পেট্রোল বোমা বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

এ.এ.এম হৃদয় | ১৮:৫৫, ফেব্রুয়ারি ১৮ ২০২৫ মিনিট

বরিশাল জেলার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্তৃক পেট্রোল বোমা বিস্ফোরণ,প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোল্লা বাড়ী বাগানের ভিতরে প্রেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ প্রেট্রোল বোমার বিস্ফোরণের বিকট শব্দ হলে ঘটনাস্থলের আশপাশের বাড়ীর লোকজন ঘটনাস্থলে এসে বাগানের ভিতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান তিনি প্রথমে প্রেট্রোল বোমার বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং ডাকচিৎকার করলে লোকজন জড়ো হয়। পরে বিষয়টি উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার ও ২টি জ্বলন্ত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করে। এরপর তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুরাদ রনি,উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড,উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মেহেদী হাসান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কালাম ফরাজি,পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আকাশ বালীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘক্ষন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার লক্ষে বোমা ও ককটেল বিস্ফোরণ করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।