চারুকলার আয়োজনে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে একদিনের চিত্র প্রদর্শনী
দেশ জনপদ ডেস্ক|১৮:৫৮, ফেব্রুয়ারি ১৭ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক: কবি জীবনানন্দ দাশের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা বরিশাল ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক,একদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
সোমবার,বেলা ১১ টায় নগরের বান্দরোডে শিল্পকলা একাডেমীর তৃতীয় তলায় আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন কবি অরূপ তালুকদার ও শিল্পী জগন্নাথ দে। প্রদর্শনীতে জল রং, পেন্সিল, ও চারকোলে অঙ্কিত ২৫ জন শিল্পীর ৩৪টি চিত্রকর্ম উপস্থাপিত হয়েছে ।
প্রদর্শনের মূখ্য সংগঠক, শিল্পী তাপস কর্মকার বলেন, এটি কবির প্রতি চিত্রশিল্পীদের শ্রদ্ধার্ঘ্য। কবি বেঁচে থাকবেন শিল্পীদের অন্তরে। চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, কবির কবিতা জুড়ে স্থান পেয়েছে বাংলার প্রকৃতি ।
প্রকৃতির এই বৈচিত্রই শিল্পীরা কিছুটা তুলে এনেছেন এই প্রদর্শনীতে। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সাল পর্যন্ত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে, ইংরেজি বিভাগের শিক্ষকতা করেন।