আগৈলঝাড়ায় মুসল্লীদের ফ্রি মাস্ক বিতরণ করলো পুলিশ

কামরুন নাহার | ১৭:৩০, মে ০৮ ২০২০ মিনিট

আগৈলঝাড়া প্রতিনিধি: স্বাস্থ্য বিধি মেনে গোটা বরিশালে জুমার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসল্লিরা। ফলে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরে আজ শুক্রবার (০৮ মে) জুমআর দিনে দীর্ঘদিন পরে মুসল্লীদের উপস্থিতি বাড়ে মসজিদগুলোতে। যদিও নামাজ আদায়ের লক্ষ্যে আযান দেয়ার আগে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সঠিক ভাবে পালনের লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ আগে থেকেই মাইকে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করেছেন। এরবাহিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সচেতনতা মূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেছেন। তবে ব্যতিক্রমি কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনের উদ্যোগে জুমআর নামাজের আগে তিনিসহ থানার অন্য সদস্যরাউপজেলা সদরের মসজিদগুলোর প্রবেশমুখে অবস্থান নেন। এসময় তারা যে সব মুসল্লী মাস্ক পরে আসেননি, তাদের ফ্রি মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি প্রতি মুসল্লীর হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবানুমুক্ত করে মসজিদের ভেতরে প্রবেশ করান। ওসি মোঃ আফজাল হোসেন জানান, উপজেলা সদরের ১০ টির ওপরে থাকা মসজিদে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে তিনি এবং বাকীগুলোতে থানার অন্য পুলিশের সদস্যরা এ কাজ পরিচালনা করেন। মুসল্লীদের ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করার পাশাপাশি সচেতনামূলক বার্তাও প্রচার করা হয়। আর মুসল্লীরা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।