ভোলায় র্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার আসামি বাদশা ওরফে কালা বাদশা (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি টিম।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত দাইমুদ্দিনের ছেলে।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী বাদশার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চাঁদাবাজির মামলা রয়েছে ১০টি, হত্যাচেষ্টাসহ মারামারির মামলা রয়েছে ৯টি, মাদক মামলা রয়েছে ২টি, অস্ত্র মামলা ১টি, হত্যা মামলা ১টি এবং ধর্ষণ ও গণধর্ষণ মামলা রয়েছে ৪টি। এর মধ্যে বেশকিছু মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।