বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
এ.এ.এম হৃদয়|২১:১৯, ফেব্রুয়ারি ১৩ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম রায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কালাম রাঢ়ী (৫০) সদর উপজেলার খোন্তাখালী এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রী নুপুর বেগমকে প্রায়ই নির্যাতন করতেন কামাল। ২০১৩ সালের ১৩ মার্চ তিনি বাকেরগঞ্জ উপজেলায় কবিরাজ গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন। সেখানে গিয়ে যৌতুকের দাবিতে নুপুরের সঙ্গে তর্কবিতর্ক হয় কামালের। পরে ১৪ মার্চ নুপুরকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে নুপুর নিখোঁজ ছিলেন। পরে ১৬ মার্চ জানতে নুপুরের পরিবার জানতে পারে ১৫ মার্চ তার লাশ কুন্দিয়াল পাড়া যোগেন্দ্র সরদার বাড়ির পূর্ব পাশে খাল থেকে উদ্ধার করেছে বরিশাল মহানগর বন্দর থানা পুলিশ। এরপর দিন এ ঘটনায় নুপুরের মা রেনু বেগম অজ্ঞাত আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম কালাম রাঢ়ীকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
এতে উল্লেখ করা হয়, শ্বাসরোধ করে নুপুরকে হত্যা করে প্রমাণ লোপাটে লাশ খালে ফেলে দেওয়া হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কালামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
এছাড়া প্রমাণ লোপাটের দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।