নলছিটিতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কামরুন নাহার | ১৬:৪৬, মে ০৮ ২০২০ মিনিট

নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ২৬৩ পিচ ইয়াবা, টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩৩৭ টাকাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮। গতকাল বৃহস্পতিবার (০৭ মে) তাদের আটকের এই অভিযান পরিচালনা করে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ দুটি আভিযানিক দল। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির পশ্চিম কামদেবপুর গ্রামের ছাদেম আলী হাওলাদারের ব্রীজের উপর, মাদারকোনা গ্রামের তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সামনে এবং মজকুর্নী গ্রামের ৩১নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের আভিযানিক দলটি ০৭ মে বিকালে কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চার মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক উক্ত তিন স্থান থেকে চার মাদক বিক্রেতা যুবককে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৭টি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতরা হল- নলছিটির মধ্য কামদেবপুর গ্রামের মে. লতিফ খানের ছেলে মো. সোহেল খান (৩০) গোদন্ডা গ্রামের মে. ফারুক খানের ছেলে মে. খলিলুর রহমান (২৫) এবং মুবিদপুরের আব্দুল থালেক খানের ছেলে মো. সোহেল খান ও একই গ্রামের মৃত মোসলেম আলী খানের ছেলে মো. শাহিন খান (৪২)। এদের বিরুদ্ধে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার এবং ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।