বরিশালে নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

এ.এ.এম হৃদয় | ১৮:৪৬, ফেব্রুয়ারি ১১ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদ এবং নাগরিক আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদারের উপর সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অতর্কিত হামলার বিচারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে নাগরিক অধিকার আন্দোলন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করেন তারা। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ্ ও যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ বেগ, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, নিয়াজ মাহামুদ বেগ, মো. আলাউদ্দিন মোল্লাসহ অনন্যরা। কর্মসূচী চলাকালে আন্দোলনরতরা অভিযোগ করে বলেন, দেড় বছরের অধিক সময় ধরে সিটি কর্পোরেশন থেকে বহুতল ভবনের প্ল্যান দেয়া হচ্ছে না। এতে ডেভেলপার থেকে শুরু করে ব্যক্তি মালিকাধীণ ভবন নির্মাণ বন্ধ রয়েছে। এ কারণে এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিকরা আর্থিক সংকটে পড়েছেন। কিন্তু সিটি কর্পোরেশন আইনের দোহাই দিয়ে প্ল্যান অনুমোদনে জটিলতার সৃষ্টি করে রেখেছে। তারা দ্রুত সময়ের প্ল্যান অনুমোদনের দাবি জানান। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, উল্লেখিত দাবিগুলো নিয়ে আমরা র্দীঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সিটি কর্পোরেশনসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। তবে এখন পর্যন্ত কোন সমাধান পাইনি আমরা। তারই ধারাবাহিকতা হিসেবে আজ (১১ ফেব্রুয়ারি) সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করার জন্য ১০ ফেব্রুয়ারি রাতে নগর ভবনের সামনে আমাদের নাগরিক কমিটির সদস্য কামাল আকন, আনোয়ার হোসেন, খালেক ইমান মাইক লাগাতে গেলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা বাধা দেন। পরে বিষয়টি জানতে চাইলে কথা বলার কথা বলে আমাদের তিন সদস্যকে কর্পোরেশনের মধ্যে ডেকে নিয়ে প্রথমে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অতর্কিত হামলা চালালে আমাদের প্রকৌশলীসহ ৪ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত হয়েছে সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদার। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই আমরা অবিলম্বে হালাকারীদের বিচারের দাবিসহ প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছি। তিনি আরো বলেন, দ্রুত এর সামাধান না করা হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে পারি।