গৌরনদীতে জেলেদের চাল মাপে কম দেয়ার অভিযোগ
গৌরনদী প্রতিনিধি ॥ প্রতিজন জেলের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চালের পরিবর্তে ২৩ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাগুরা-কুনিয়াকান্দি গ্রামের। শুক্রবার ৮ মে সকালে ওই ওয়ার্ডের ভুক্তভোগি জেলে ইদ্রিস মাতুব্বরসহ অন্যান্য জেলেরা অভিযোগ করেন, তাদের ওয়ার্ডের আটজন জেলের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার জেলেদের চাল ইউনিয়ন পরিষদে বসে বিতরণ শুরু হলে তারাও চাল আনতে যায়। কিন্তু ৮০ কেজি চাল বিতরণের মাষ্টাররোলে তাদের স্বাক্ষর নেয়া হলেও ইউপি সদস্য মোহাম্মদ আলী তাদেরকে ২৩ কেজি করে চাল দিয়েছেন। কারণ জানতে চাইলে তাদের (জেলে) বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জেলেরা উল্লেখ করেন। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, প্রতিপক্ষের লোকজনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এ বিষয়ে সংবাদ না লেখার জন্যও তিনি (ইউপি সদস্য) অনুরোধ করেন।