ভোলায় পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাং’য়ের হা’ম’লা’র শিকার নবদম্পতি

আল-আমিন | ২২:০৭, ফেব্রুয়ারি ০৯ ২০২৫ মিনিট

ভোলায় পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক নবদম্পতি। ঘটনার পর রাতেই ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী। তবে ঘটনার একদিন পার হলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। তবে পুলিশ বলছে- আসামিদের গ্রেফতার করতে রাতভর অভিযান করা হয়েছে। কিন্তু কয়েকজন আসামির ছবি প্রকাশ পাওয়ায় তারা আত্মগোপনে রয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন একটি রিসোর্টে ঘুরতে এসে এ হামলার শিকার হন ওই দম্পতি। ঘুরতে আসা ওই দম্পতি হলেন ভোলা সদর উপজেলার বাসিন্দা রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। ভুক্তভোগী ওই দম্পতি জানান, শনিবার দুপুরে তুলাতুলির একটি পার্কে ঘুরতে আসেন তারা। দুপুরের খাবার শেষে বাড়ি ফেরার পথে তুলাতুলি বাজারের পাবলিক টয়লেটের সামনে পথ গতিরোধ করে দাঁড়ায় ১০ থেকে ১২ জনের একটি কিশোর গ্যাংয়ের দল। প্রথমে রেদোয়ান ও তার স্ত্রীর গোপন ভিডিও আছে বলে মোটা অংকের টাকা দাবি করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর টাকা দিতে রাজি না হলে রেদোয়ানকে মারধর করে তার কাছ থেকে মানিব্যাগ ছিনিয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা। পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারধর করে। এরপর স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে একে একে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলার শিকার হয়ে রেদোয়ান ঘটনাস্থল থেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের কাছে সহায়তা চান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়রা বলছেন, পার্কে ঘুরতে আসা পর্যটকের উপর এমন হামলা নিন্দনীয়। ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা কোথায়, এমন ঘটনা যদি প্রতিনিয়ত ঘটে পর্যটন থেকে মুখ ফিরিয়ে নিবেন পর্যটকরা। ফলে পর্যটন শিল্প হারাবে দর্শনার্থী। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে স্থানীয়দের সহযোগিতায় ৪ কিশোর গ্যাংকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।