ভোলায় তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

আল-আমিন | ১৯:০৫, ফেব্রুয়ারি ০৮ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রফিকুল ইসলামের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌরসভার মেয়র মো. রফিকুলের ইসলামের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে তারা প্রথমে বাড়িটিতে ভাঙচুর শুরু করেন, ভাঙচুরের একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে স্ব-পরিবারে আত্মগোপনে চলে যান মো. রফিকুল ইসলাম। তখন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে আগুন দেয় তার মামা তোফায়েল আহমেদের ভোলা সদরের ‘প্রিয় কুটির’ নামের বাড়িতে।