নিজস্ব প্রতিবেদক : রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। এই উপলক্ষে দলের সবাই পেয়েছেন দামি উপহার।
বিপিএলের নিয়ম পরিবর্তনের দাবি জানালেন তামিম বিপিএলের নিয়ম পরিবর্তনের দাবি জানালেন তামিম শিরোপা জয়ের পর দলের সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবার হাতে আইফোন ১৬ তুলে দিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ফোনটির দাম এক লাখ টাকার আশেপাশে। এছাড়া গতকালের ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকা। আর রানারআপ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার।
রাজনীতি নয়, বোর্ড সভাপতি হতে আগ্রহী তামিম উল্লেখ্য, তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল গতকাল বিপিএলের একাদশতম আসরের ফাইনালে ৩ উইকেটের জয় তুলে নেয়।
২৯ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল স্বয়ং। এছাড়া সিরিজসেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ৩৫৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।