উজিরপুরে কীটনাশক পানে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
এ.এ.এম হৃদয়|১৯:১১, ফেব্রুয়ারি ০৬ ২০২৫ মিনিট
বরিশাল জেলার উজিরপুরে কীটনাশক পানে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ৩নং ওয়ার্ডের আমরা বাড়ি গ্রামের শিউলি বেগম(৫০) নামের মানসিক ভারসাম্যহীন নিজ বসতঘরে ধান খেতে দেয়ার জন্য রাখা কীটনাশক ঔষধ পান করে। সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় তাকে পরিবারের লোকজন উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাতেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়- নিহত শিউলি বেগম বড়াকোঠা ৩নং ওয়ার্ডের মৃত্যু হোসেন ডাকুয়ার মেয়ে ও আমরা বাড়ি গ্রামের কালাম রাড়ীর স্ত্রী।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- আদালতের আদেশ মোতাবেক লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।