ভুক্তভোগীর চিৎকারে গ্রেফতার ৩ ছিনতাইকারী

দেশ জনপদ ডেস্ক | ২১:৪১, ফেব্রুয়ারি ০৫ ২০২৫ মিনিট

অফিস শেষে কুর্মিটোলা থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন ইঞ্জিনিয়ার মো. আজমেশ। মিরপুর ১১ নম্বরে যেতেই ছিনতাইকারীদের একটি দল ঘেরাও করে তাকে। ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পকেটে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে পকেট থেকে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। ভুক্তভোগী আজমেশ-এর চিৎকারে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গেলে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী তিনজনকে হাতেনাতে আটক করে পল্লবী থানা পুলিশ। বুধবার (৫ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলো- মোহাম্মদ আখতার হোসেন (৩২), মোহাম্মদ জাহিদ (৩৭) ও মোহাম্মদ আলাউদ্দিন (২২)। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তাদের গ্রেফতার করা হয়। পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, মো.আজমেশ বারিধারা ২ নং ডিওএইচএস রোডে প্যানাডিয়াম হোল্ডিং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অফিস শেষে কুর্মিটোলা থেকে বাসে উঠে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর ১১ নম্বরে টপটেনের সামনে নামেন। গ্রেফতার আসামিরাসহ আরও একজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে ঘেরাও করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ভুক্তভোগীর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক ছিনতাইকারী আজমেশের পকেট থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এসময় আজমেশের চিৎকারে পল্লবী থানার একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মো. আজমেশ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা পল্লবী এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ছিনতাইকারী আখতার হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি মাদক মামলা, একটি ছিনতাইয়ের প্রস্তুতি মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতার জাহিদের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি মাদক মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে এবং আল আমিনের বিরুদ্ধে পল্লবী থানায় তিনটি চুরির মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।