বরিশালে বাসশ্রমিক নেতার স্ত্রীর লাশ উদ্ধার, বিচার দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : বরিশালে বাস শ্রমিক নেতার স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীর পাড়ে চরকাউয়ায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নিহতের স্বামী, ভাই, আত্মীয়-স্বজন, বাস শ্রমিক ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
তারা বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গত সোমবার বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ডসংলগ্ন খাল থেকে চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও খেয়াঘাটের মাঝিমাল্লা সমিতির সভাপতি ওমর আলী স্ত্রী হাসিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। গৃহিণী হাসিনা বেগম তিন সন্তানের জননী ছিলেন।
এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, জানিয়েছেন বন্দর