ফাইনালের আগে বরিশাল শিবিরে যোগ দিলেন নিশাম

এ.এ.এম হৃদয় | ১৬:২৬, ফেব্রুয়ারি ০৪ ২০২৫ মিনিট

চলমান বিপিএলের প্রথম সেমিফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। তাই ফাইনাল ম্যাচের আগে জিমি নিশামকে দলে ভিড়িয়েছে বরিশাল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় পা রেখেছেন এই কিউই পেসার। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নিশাম। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এবার বরিশালকে ফাইনাল জেতাতে কি ভূমিকা পালন করে সেটায় দেখার বিষয়। রংপুরের হয়ে ৭ ম্যাচে ব্যাট হাতে ৩ ফিফটিতে ২৯১ রান করেছিলেন নিশাম। সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ছাড়াও বল হাতে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। উল্লেখ্য, গ্রুপ পর্বে ৯টি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে সেমিফাইনালেও। প্রথম সেমিফাইনালে চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল (সোমবার) আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। ১৬ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে বিপিএলে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল দলটি।