কলাপাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো দুই চোর

দেশ জনপদ ডেস্ক | ২২:৩২, ফেব্রুয়ারি ০৩ ২০২৫ মিনিট

পটুয়াখালীর কলাপাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ায় দুই চোরকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজার মহল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত চোর দু’জন হলো মো.সজিব তালুকদার (৩৫) এবং সবুজ সিকদার (৩৫)। এরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের দু’জনের বাড়ী উপজেলার লালুয়া ইউনিয়নের ধঞ্জুপাড়া গ্রামে। এ ঘটনায় মোসা.পপি আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, দু’দিন আগে সংঘবদ্ধ এ চোরচক্র উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া এলাকার মো.কিশোরের বাড়ী চুরি করে। এ ঘটনার দু’দিন পরে সোমবার (৩ ফেব্রুয়ারি) পাশের ইউনিয়ন লালুয়ার বানাতি বাজার মহল্লাপাড়া এলাকায় মো.জুলহাস এর বাড়ীতে একই চোরের দল চুরি করতে গেলে বাড়ীর মালিক টের পেয়ে স্থানীয়দের সহায়তায় চোর দু’জনকে হাতে-নাতে ধরে ফেলে। পরে শতশত মানুষ জড়ো হয়ে চোর দু’জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে কলাপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক চুরি,ডাকাতি এবং হত্যাকান্ডের ঘটনা ঘটায় মানুষ আতংকিত হয়ে পড়েছে। তারা প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।