বরগুনায় শেখ হাসিনার পোস্টার ছেঁড়ায় বিএনপি নেতার তিন আঙুল বি’’চ্ছি’’ন্ন

এ.এ.এম হৃদয় | ২০:১৯, ফেব্রুয়ারি ০৩ ২০২৫ মিনিট

বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন ফুয়াদ জমাদ্দার (৪৫) কে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকচিড়া ইউনিয়েনের ১ নম্বর ওয়ার্ডের জোমাদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে সোমবার ফুয়াদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত আবুল হোসেন ফুয়াদ কাকচিড়া ইউনিয়েনের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম জোমাদ্দারের ছেলে। অভিযুক্ত গোলাম মাওলা কাকচিড়া ইউনিয়নের ইউসুফ জোমাদ্দারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য। এ ঘটনায় ছাত্রলীগের আরও বেশ কয়েকজন নেতাকর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। ফুয়াদের স্ত্রী শিউলি বেগম জানান, বাড়ি থেকে সন্ধ্যায় নামাজ পড়তে মসজিদের দিকে যায় ফুয়াদ। বাড়ি থেকে কিছু দূর গেলেই গোলাম মাওলাসহ বেশ কয়েকজন ফুয়াদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা চলাকালে ফুয়াদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কাকচিড়ার বিভিন্ন স্থানে ‘শেখ হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই’ এমন কিছু পোস্টার আমি ছিঁড়ে ফেলি। এর জেরে আমার ওপর হামলা হয়েছে। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, প্রকাশ্যে আসতে না পেরে আওয়ামী লীগ ও এর দোসররা গুপ্ত হামলা চালাচ্ছে। নামাজে যাওয়ার পথে ফুয়াদের উপর হামলা হয়েছে। এর একমাস আগে পাথরঘাটা উপজেলা যুবদল নেতা নাসিরকে কুপিয়ে হত্যা করেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ফুয়াদ ও গোলাম মাওলাদের মধ্যে বিদেশে লোক পাঠানোর বিষয়ে টাকা পয়সা লেনদেন ছিল। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।