বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কামরুন নাহার | ১৮:০২, মে ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ মে সকাল থেকে বরিশাল নগরীতে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, ফকির বাড়ি ও চকবাজার, গীর্জা মহল্লা এলাকায় অভিযান পরিচালিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্নস্থানের বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধ প্রতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর বিভিন্নস্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। অভিযানকালে নগরীর নতুনবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া রোড এলাকায় সরকারি ভাতা বিতরণের সময় সামাজিক দূরত্ব না থাকায় উক্ত স্থানে সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। একইভাবে নতুল্লাবাদ, নবগ্রাম ও চৌমাথা বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‌্যাব-৮ এর সদস্যগন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।