ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা করলো তরুণ
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মো. আবুল বাশার (৪৫) নামের এক দিনমজুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনমজুর মো. আবুল বাশার উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে।
নজরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল মাগরিবের নামাজ শেষ করে দক্ষিণ সাউথপুর এলাকার শুক্কুর মিয়া নামের এক ব্যক্তির দোকানে চা-রুটি খেতে বসেন বাশার। এ সময় টাকা চেয়ে বাশারের মুঠোফোনে একটি কল আসে। এ নিয়ে অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে বাশারের কথা-কাটাকাটি হয়। এরপরই একটি মোটরসাইকেল বাশারের পাশে এসে থামে। মোটরসাইকেলের পেছনে বসা নাজমুল হাসান (২২) নামের এক তরুণ নেমে কিছু বুঝে ওঠার আগেই বাশারকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান নাজমুল। স্থানীয় লোকজন বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির মামা রেজাউল করিম (৬০) বলেন, অভিযুক্ত নাজমুল পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কোনো এক কারণে নিহত বাশার তাঁকে (নাজমুল) চড় দিয়ে শাসন করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতে, অথবা টাকা না পেয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। নাজমুল এলাকায় কিশোর গ্যাংয়ের হোতা হিসেবে পরিচিত বলে তিনি অভিযোগ করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।